ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

বছরের শুরুতে বড় জয় পেয়ে উড়ছে ম্যানচেস্টার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বছরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে অনায়াসে হারিয়েছে এরিক টেন হ্যাগের দল।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রেড ডেভিল্সরা। একের পর এক আক্রমণে সফরকারীদের দিশেহারা করে ফেলে এরিকসন-রাশফোর্ডরা। 

ফল পেতেও বেশি দেরি হয়নি তাদের। ২৩তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেহান্দ্রো গার্নাচোর কাট ব্যাকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন লুক শাও। 

 ম্যাচের অন্তিম মুহূর্তে মার্কোস রাশফোডের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি