ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বছর পেরুলেও শেষ হয়নি পদ্মা সেতুর আনন্দ (ভিডিও)

অখিল পোদ্দার, আমেরিকা থেকে ফিরে

প্রকাশিত : ১৪:৪৪, ২৫ জুন ২০২৩

বছর পেরুলেও শেষ হয়নি পদ্মা সেতুর আনন্দ। আটলান্টিকের ওপারের দেশ যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাঙালিরা প্রতিনিয়ত তাই উচ্ছ্বাস প্রকাশ করেন ভিনদেশিদের কাছে। তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অকল্পনীয় উন্নয়ন। 

উদ্বোধনের পর দেখতে দেখতেই কেটে গেলো একটি বছর। আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় পদ্মা সেতুর ব্যাপ্তি দিনে দিনে বেড়েছে বহু গুণ। গল্পকথায় কিংবা নিয়মিত আড্ডায় স্বপ্নসেতুর প্রসঙ্গ তাই উঠে আসে বারংবার। তাও আবার যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মুখে।

যুক্তরাষ্ট্র প্রবাসীরা বলেন, এটা তো যোগাযোগ ব্যবস্থার বিপ্লব। উন্নয়নের মাইলফলক স্পর্শ করেছে পদ্মাসেতু। এর ফলে অর্থনৈতিক উন্নয়ন অনেক অগ্রসর। গ্রাম আর গ্রাম নাই অনেক উন্নত হয়েছে।

কর্মব্যস্ত জীবনে ফুরসত পেলেই তুলে ধরেন বাংলাদেশের তাবৎ পরিবর্তন। রাজধানী থেকে শুরু করে প্রান্তিকপর্যায়ের ধারাবাহিক উন্নয়নের গল্প শোনান গর্বিত বাঙালিরা।  

গর্বিত বাঙালিরা জানান, আমাদের সেই বাংলাদেশকে যখন দেখি অনেক উন্নত ও বড় বড় দেশের সঙ্গে মিলিয়ে তুলনা হচ্ছে, অনেক উন্নতি হচ্ছে, মাথাপিছু আয় বাড়ছে তখন অনেক ভালো লাগে।

ভবিষ্যতের বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় দেখতে চান প্রবাসীরা।

প্রবাসী এক নারী বললেন, যখন টিভিতে পদ্মা সেতু দেখলাম, তখন বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন দেশে গিয়ে পদ্মা সেতু পার হলাম তখন গর্বিত ফিল করলাম। দেশ যে এতোটা উন্নত হয়েছে সেটা কখনও ভাবেনি বা কল্পনা করিনি। তার চেয়েও খুব বেশি হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি