ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বদলে যাচ্ছে ধানমণ্ডি লেক, হচ্ছে নজরুল সরোবর (ভিডিও)

দিপু সিকদার

প্রকাশিত : ১৫:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রবীন্দ্র সরোবরের পাশাপাশি এবার ধানমণ্ডি লেকেই নির্মিত হচ্ছে নজরুল সরোবর। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান প্রকল্পে বদলে যাচ্ছে পুরো লেকটির চিত্র।

প্রকৃতিঘেরা দৃষ্টিনন্দন ধানমণ্ডি লেক রাজধানীবাসীর বিনোদনকেন্দ্র হিসেবে সুপরিচিত। একটু একটু করে দীর্ঘদিনের পুরোনো লেকটির চেহারা বদলেছে অনেকখানি। তবে এবার উন্নত দেশগুলোর আদলে অত্যাধুনিক রূপে সাজিয়ে তুলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

সাড়ে ১৪ কোটি টাকা ব্যয়ে নতুন করে তৈরি হচ্ছে ফুটপাথ, ফোয়ারা, একাধিক গাড়ি পার্কিং, রাতে জ্বলবে স্মার্টলাইটও।

সচেতন মানুষরা জানান, ‘এই লেকটিকে খুব আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তোলা দরকার। প্রতিবেশি দেশগুলোর সাথে মিলিয়ে সুন্দর করলে এটিকে পর্যটন শিল্পে বিকাশ ঘটানো যায়।’

মাস্টারপ্ল্যানের বড় চমক হচ্ছে, রবীন্দ্র সরোবর সংস্কারের পাশাপাশি গড়ে উঠছে নজরুল সরোবর। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মাদ বলেন, ‘লেকের অপর পাড়ে আরেটু সুন্দর পরিসরে দৃষ্টিনন্দন এবং পরিবেশ বান্ধব করে আমরা নজরুল সরোবর করার উদ্যোগ নিয়েছি। নজরুল প্রেমিরা এই জায়গাটায় বসতে পারবে, একটু চর্চা করতে পারবে এবং লেকের সৌন্দর্য্যও উপভোগ করতে পারবেন।’

ছয় থেকে আট মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে নগরবাসীর কাছে আরও উপভোগ্য ধানমণ্ডি লেককে গড়তেও আশাবাদী দক্ষিণ সিটি।

ফরিদ আহম্মাদ বলেন, ‘ইতিমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বাকি কাজ সম্পন্ন হলে এই জায়গাটি শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন নয় ঢাকাবাসীর জন্য অন্যতম সৌন্দর্য্য ও আকর্ষণীয় স্থান হিসেবে এটি পরিগণিত হবে।’

বিনোদনে আসছে নতুন মাত্রা, জেনে খুশি রাজধানীবাসীও।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি