ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বদলে যাবে মৃত্যুর শীর্ষ কারণ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৫ জুলাই ২০২০

বিশ্বের সব দেশে ২০২০ সালে মৃত্যুর বড় কারণ করোনাভাইরাস, তা নিঃসন্দেহে বলা যায়। এখন পর্যন্ত কোভিড-১৯তে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিবছরই মৃত্যুর শীর্ষ কারণগুলো হিসাব করে থাকে। এতো বছরের সেই হিসাবের তালিকায় বদল এনে এবছর শীর্ষে থাকছে নভেল করোনাভাইরাস।

সংস্থাটির পরিসংখ্যানবিদরা সিএনএনকে বলেছিলেন, এ বছর মৃত্যুর ১০ কারণের মধ্যে শীর্ষে থাকা কোভিড-১৯ শেষ হবে বলে তারা আশা করছেন। 

তারা বলেছেন, আমরা জানি ২০২০ সালে মৃত্যুর শীর্ষ ১০ কারণগুলোর একটি হবে কোভিড-১৯। তবে পরের বছর এটা কতটা উচ্চমানের হবে তা ঠিক জানতে পারব না। কেননা  যুক্তরাষ্ট্রে মৃত্যুর প্রধান দুই কারণ হলো হার্টের অসুখ ও ক্যান্সার। প্রতিবছর দেশটিতে যত মানুষ মারা যায়, তার অর্ধেকের বেশি ঘটে এ দুই কারণে এবং এটা পরিবর্তনেরও আশা করা হয় না দেশটিতে।

ডেথ সার্টিফিকেটের ওপর ভিত্তি করে তৈরি করা হয় পরিসংখ্যান। পরে তা সংযুক্ত হয় বছরের চূড়ান্ত তথ্য ক্যালেন্ডারে। সর্বশেষ ২০১৮ সালের যুক্তরাষ্ট্রের মৃত্যুর শীর্ষ ১০ কারণের চূড়ান্ত তথ্য পাওয়া যায়। তা হলো:

১. হার্টের অসুখ: ৬ লাখ ৫৫ হাজার ৩৮১ জন

২. ক্যান্সার: ৫ লাখ ৯৯ হাজার ২৭৪ জন

৩. অনিচ্ছাকৃত আঘাত: ১ লাখ ৬৭ হাজার ১২৭ জন

৪. শ্বাসকষ্টজনিত রোগ: ১ লাখ ৫৯ হাজার ৪৮৬ জন

৫. স্ট্রোক: ১ লাখ ৪৭ হাজার ৮১০ জন

৬. আলঝেইমার: ১ লাখ ২২ হাজার ১৯ জন

৭. ডাবাবেটিস: ৮৪ হাজার ৯৪৬ জন

৮. ফ্লু ও নিউমোনিয়া: ৫৯ হাজার ১২০ জন

৯. নেফ্রাইটিস

১০. আত্মহত্যা

করোনায় ভুক্তভোগীদের মধ্যে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ পর্যন্ত দেশটিতে কোভিড-১৯র আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪৮ হাজারে দাঁড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪৯০ জন মানুষের।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি