বধিরদের বিনামূল্যে ডিভাইস দিবে নাক কান গলা ইনস্টিটিউট
প্রকাশিত : ২০:০৪, ১৭ মে ২০১৮
যারা সম্পূর্ণ বধির তাদের বিনামূল্যে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস দিবে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শ্রবণ প্রতিবন্ধীদের কল্যাণে এ কার্যক্রম নিয়েছে সরকার।
সম্পূর্ণ বধির শিশু যারা হিয়ারিং ডিভাইস ব্যবহার করেও কানে শুনতে পারে না, তাদের সরকারি অর্থায়নে সার্জারির মাধ্যমে কক্লিয়ার ইমপ্লান্ট ডিভাইস (যন্ত্র) সরবরাহ করা হবে। নির্বাচিত প্রার্থীদের বিনামূল্যে বা আংশিক মূল্যে এই সেবা প্রদান করা হবে।
যারা আবেদন করতে পারবেন:
এই সেবা পেতে ২ থেকে ৫ বছরের শিশুর অভিভাবকরা আবেদন করতে পারেন।
যোগাযোগের ঠিকানা:
আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য সকাল ৯ টা থেকে ১ টা পর্যন্ত হাসপাতাল পরিচালকের রুম (৩২২) এ যোগাযোগ করতে পারেন।
আবেদনের সময়সীমা :
আগামী ৩০ মের মধ্যে আবেদন পত্র সংগ্রহ করে আগামী ১৫ জুনের মধ্যে জমা দিতে হবে।
একে/ এমজে
আরও পড়ুন