ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বনানীতে ফের আগুন

প্রকাশিত : ১৫:২১, ২৯ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:২৩, ২৯ মার্চ ২০১৯

রাজধানী বনানীতে আরেকটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটছে। বনানী ২৩ নম্বর রোডের ৪৩ নম্বর ছয়তলা আফসা ভবনটির চারতলায় রান্না ঘরে আগুনের সূত্রপাত। বনানীতে ভয়াবহ আগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হওয়ার একদিন না পেরোতেই আবারও এই আগ্নিকান্ডে ঘটনা ঘটলো।

আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। ভবনটির পাঁচতলার বাসিন্দা মুন্নির বলেন, চারতলার রান্না ঘর থেকে এ আগুনের সূত্রপাত। আগুন লাগার পর আবাসিক ওই ভবনটিতে থাকা লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত রাস্তায় বের হতে শুরু করেছেন।

এদিকে,ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম গণমাধ্যকে বারিধারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ২৫ জনের প্রাণহানি ঘটে। একইসঙ্গে অর্ধশতাধিক মানুষ দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি