বন্ড মার্কেট জনপ্রিয় হলে ব্যাংকখাতে খেলাপি কমবে (ভিডিও)
প্রকাশিত : ২১:২৬, ৯ অক্টোবর ২০২২ | আপডেট: ২২:০২, ৯ অক্টোবর ২০২২
ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হচ্ছে । ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সরকারি বিল ও বন্ডের লেনদেন শুরু হবে একযোগে। বিশেষজ্ঞরা বলছেন, বন্ড মার্কেট জনপ্রিয় হলে ব্যাংকখাতে খেলাপি কমবে। বাড়াবে পুঁজিবাজারের গভীরতা। গতিশীল হবে দেশের অর্থনীতিও।
ঝুঁকিহীন বিনিয়োগ, নিশ্চিত মুনাফা। তাই বিশ্বজুড়েই ব্যাপক জনপ্রিয় বন্ড মার্কেট। কিন্তু নানা জটিলতায় বাংলাদেশে এতোদিন এ ধারণাটি প্রতিষ্ঠা করা যায়নি। তবে এ নিয়ে আলোচনার কমতি ছিল না।
অবশেষে সোমবার পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের পরীক্ষামূলক লেনদেন শুরু হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংক জারি করেছে প্রজ্ঞাপন।
সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ঋণ নিয়ে থাকে। এখন এসব বিল ও বন্ড কেনা যাবে পুঁজিবাজারেও। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ ও বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, "আমাদের ক্যাপিট্যাল মার্কেট মূলত শেয়ার কেন্দ্রিক, এখানে ডায়ভার্সিটি প্রয়োজন আছে, সেই বিবেচনায় গভমেন্টের মার্কেটে বন্ড আনার বিষয়টি আমি সমর্থন করি।"
তবে স্থিতিশীল এবং জনপ্রিয় করতে বিনিয়োগকারীদের প্রশিক্ষণ প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা।
আজিজুল ইসলাম বলেন, "আমাদের দেশের বিনিয়োগকারীরা বন্ডের প্রাইজিং সম্পর্কে খুব একটা জানেননা, কাজেই মার্কেটটা কতটুকু একটিভ হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে তবে এই উদ্যোগটা অবর্শই প্রশংসনীয়।"
ইতিপূর্বে কোম্পানি বন্ড চালু হলেও লেনদেন তেমন সাড়া মেলেনি। তাই ট্রেজারি বন্ডকে জনপ্রিয় করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা।
এসবি/
আরও পড়ুন