ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনারের জট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ৩০ জুন ২০১৭ | আপডেট: ১৭:৫৯, ৩০ জুন ২০১৭

ঈদের ছুটি এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্দরের বিভিন্ন ইয়ার্ডে কন্টেইনারের জট বেড়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৬ হাজার ৩শ’ ৫৭টি কন্টেইনার ধারণ ক্ষমতার বন্দর ইয়ার্ডে বর্তমানে কন্টেইনার আছে ৩৭ হাজার ২১টি। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনার হচ্ছে ৩১ হাজার ৮শ’ ৬৯টি। ২৪ ঘন্টায় বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি হয়েছে মাত্র ৭শ’ ১৩টি। এদিকে, নোঙ্গর ছিড়ে যাওয়া এমভি এক্সপ্রেস সুয়েজ নামের একটি জাহাজের ধাক্কায় বন্দরের দু’টি গ্যান্ট্রি ক্রেন ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজে পণ্য ওঠা-নামায় সমস্যা হয়েছে। পণ্য খালাসে অপেক্ষমান রয়েছে ২৫টি জাহাজ। গত সোমবার বন্দর জেটিতে এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ক্রেন মেরামতের জন্য জাপান থেকে বিশেষজ্ঞ টিম আনা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সদস্য জাফর আলম।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি