ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্ধ মেট্রোরেল, ফের যানজটে নাকাল রাজধানীবাসী

মানিক শিকদার

প্রকাশিত : ১৩:৫৮, ২৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

দু’সপ্তাহ আগেও উত্তরা-মতিঝিলের আড়াই থেকে তিন লাখ মানুষ মাত্র আধাঘন্টায় কর্মস্থলে যেতে পারতেন। স্বস্তির যাত্রা যেন নগরবাসীর কপালে সইলো না। স্বপ্নের মেট্রোরেলে দুর্বৃত্তদের হামলায় মেট্রো বন্ধ থাকায় আবারও যানজটে নাকাল রাজধানীবাসী। জনগণের সম্পদ ধ্বংসের চক্রান্তে জড়িতদের বিচার চান মেট্রোযাত্রীরা। 

শান্তি-স্বস্তির সাথে ঘড়ির কাঁটা ধরে নগরবাসী ছুটে চলতেন ঢাকার উত্তর থেকে দক্ষিণে। মেট্রো চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

রাজধানীবাসীরা জানান, ১০টায় অফিস থাকলে আধাঘণ্টা আগে বের হলেই পৌঁছে যেতাম। সেখানে এখন অন্তত ২ ঘণ্টা আগে বের হতে হচ্ছে, তাও সময়মতো অফিসে পৌঁছাতে পারছিনা। সময়ের সঙ্গে আর্থিক খরচও বেড়েছে। জাতীয় সম্পদ ক্ষতি করা ঠিক হয়নি।

জনকল্যাণে নিয়োজিত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাত্রীরা।

তারা জানান, আমাদেরই ক্ষতি হয়েছে, যারা হামলা করেছে তাদের তো কিছু না। যারা এই কাজটি করেছে তারা দেশের শত্রু, জনগণের শত্রু। এদেরকে বিচারের আওতায় আনা উচিত। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তীতে জীবিকার ক্ষেত্রে আঘাত করতে গেলে কম্পন ধরে ভেতরে।

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ১৯ জুলাই রাজধানীবাসীর স্বপ্নের এই মেগা প্রজেক্টে হামলা চালায় দুর্বৃত্তরা। 

মেট্রো কর্তৃপক্ষ জানায়, এ দুটি স্টেশন আবারও চালু করতে অন্তত এক বছর সময় লাগবে। 

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, “সিভিল যে কার্যক্রম এখানে আছে এই কার্যক্রম ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। আমাদের ইলেকট্রিক্যাল কার্যক্রম আছে, মেকানিক্যাল কার্যক্রম আছে, সিগন্যালিং কার্যক্রম আছে তাও ধ্বংস হয়েছে।”

যাত্রীরা অধীর অপেক্ষায় আছেন কবে আবার চালু হবে স্বপ্নের মেট্রোরেল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি