ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো ইয়ামাহা রাইডারস ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ২৪ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

বাইকারদের আমরা দেখি বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আনন্দ করতে। কিন্তু দেশের এই সংকটময় বন্যা পরিস্থিতিতে বাইকারদের দেখা গেল ভিন্ন রূপে।

ত্রিপুরার গোমতী নদীর উজানে যখন ডুম্বুর বাঁধ খুলে দেওয়া হয়, তখন দেশের ফেনী ও এর আশেপাশের জেলাগুলোতে বন্যা শুরু হয়।

এমন সংকটময় পরিস্থিতিতে ইয়ামাহা রাইডারস ক্লাব (ওয়াইআরসি), এসিআই মটরস্ এর সহযোগিতায় এবারের বন্যায় প্রথম কোন ভলান্টিয়ার গ্রুপ হিসেবে ছুটে যায় খাগড়াছড়ি জেলায় ত্রাণ বিতরণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

এরপর ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও আশে-পাশের জেলাগুলোতে একইভাবে ত্রাণ বিতরণ ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলাভিত্তিক ওয়াইআরসি  গ্রুপ গুলো। অথৈ পানিতে ডুবে থাকা মানুষদের জন্য কাজ করতে দেখা গেল ইয়ামাহা রাইডারস ক্লাব এর একদল তরুণ বাইকারদের।

দৃঢ় প্রত্যয়, দায়িত্ববোধ ও অদম্য সাহসের সাথে কাজ করছে তারা। এর আগেও ২০২২ সালে সিলেটের ভয়াবহ বন্যায় বন্যার্তদের উদ্ধার, সহায়তা প্রদান ও ত্রাণ বিতরণের কাজ করতে দেখা যায় ওয়াইআরসি গ্রুপের বাইকারদের। 

দেশের যেকোন দূর্যোগ বা সংকট মোকাবেলায় সবসময় ইয়ামাহা রাইডারস ক্লাব এর তরুণরা থাকে অসহায় মানুষের পাশে। তারই ধারাবাহিকতায় এবারের বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে তারা। পাশাপাশি তারা দেশের সকল শ্রেণী পেশার মানুষদের নিজ নিজ জায়গা থেকে বন্যার্তদের সাহায্য করার আহ্বান জানাচ্ছে।

এমন দুঃসাহসিক কাজে ওয়াইআরসি’কে সহযোগিতার পাশাপাশি এসিআই মটরস আরও ১৫টি জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ সহ বিভিন্ন কর্মসুচি পালন করে যাচ্ছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি