বন্যা পরিস্থিতি অপরিবর্তিত (ভিডিও)
প্রকাশিত : ১০:৩০, ৯ জুলাই ২০১৮
সুনামগঞ্জ, সিলেটে- টানা বৃষ্টি আর সুরমার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। পানির প্রবল স্রোতে নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট। এদিকে তিস্তা, যমুনা ও ব্রক্ষ্মপুত্রে পানি বেশী থাকায় উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বেশ কিছু নিচু এলাকা থেকে সরছেনা বানের পানি। এসব অঞ্চলে দেখা দিয়েছে শুকনো খাবার আর সুপেয় পানির অভাব।
সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুরমার পানি পৌর শহরের ষোলঘর পয়েন্টে, বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।
পানিবন্দী থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের তেঘরিয়া, কাজিরপয়েন্ট, নবীরনগর, বড়পাড়া, নতুনপাড়াসহ বেশ কিছু এলাকার মানুষ। ত্রানসামগ্রী দেয়া শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এছাড়াও জেলার বিশম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও জগন্নাথপুরসহ বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় ত্রান দেয়া যাচ্ছেনা শতাধিক প্লাবিত গ্রামে।
এদিকে তিস্তা, যমুনা ও ব্রক্ষ্মপুত্রের পানি না বাড়লেও, বেড়েছে ঘাঘটের পানি। গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদরসহ চরাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে টিউবয়েল, নষ্ট হয়ে গেছে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা।
ত্রান বিতরণের পাশাপাশি, রাস্তাঘাট সংস্কারেও দাবি দুর্গত এলাকার মানুষের।
আরও পড়ুন