ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭

ববিতা পেলেন আজীবন সম্মাননা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ৩১ মার্চ ২০১৮

দেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখার জন্য চিত্রনায়িকা ববিতাকে দেওয়া হয়েছে ‘আজীবন সম্মাননা’২০১৮ সালের মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন এই চিত্রনায়িকা। শুক্রবার সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭-এর ২০তম আসরে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। চিত্রনায়িকা ববিতার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। 

ষাটোর্ধ্ব এই নায়িকার পুরো নাম ফরিদা আক্তার পপি। চলচ্চিত্র জগতে শুরুর দিকে তার নাম ছিল ‘সুবর্ণা’। জহির রায়হানের ‘জ্বলতে সুরজ কে নিচে’ সিনেমাতে অভিনয় করতে গিয়ে তার নাম হয়ে যায় ‘ববিতা’। সেই থেকে এখনো ববিতা নামেই দেশ-বিদেশের মানুষের ভালোবাসা কুড়িয়ে চলেছেন তিনি।     

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই অভিনেত্রী জন্মগ্রহণ করেন ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাট জেলায়। মা-বাবা চেয়েছিলেন, তাদের মেয়ে যেন বড় হয়ে চিকিৎসক হন। কিন্তু বড় বোন সুচন্দার অনুপ্রেরণায় চলচ্চিত্রে নাম লেখান ববিতা। ১৯৬৮ সালে জহির রায়হানের ‘সংসার’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় তাঁর অভিষেক হয়।

সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমাতে অনঙ্গ বউ চরিত্রে অনবদ্য অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান ববিতা। গ্রামীণ, শহুরে কিংবা সামাজিক, অ্যাকশন—সব ধরনের সিনেমাতেই তিনি ছিলেন সাবলীল।

ববিতা অভিনীত চলচ্চিত্রের সংখ্যা আড়াই শতাধিক। এর মধ্যে ‘বাঁদী থেকে বেগম’ (১৯৭৫), ‘নয়নমণি’ (১৯৭৬), ‘বসুন্ধরা’ (১৯৭৭), ‘রামের সুমতি’ (১৯৮৫) ও ‘পোকামাকড়ের ঘরবসতি’ (১৯৯৬) সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

এসএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি