ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ববি ডিবেটিং সোসাইটির সভাপতি মাসুম, সম্পাদক সাদাত

ববি প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩৩, ৪ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম ব্যাপারী সভাপতি এবং পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু সাদাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩ এপ্রিল) বিইউডিএস’র অফিসকক্ষে সকাল ১০টাW শুরু হয়ে বিকfল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়। 

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১১ জন এবং ৯৬ জন ভোটার ভোটগ্রহণে অংশ নেন। ভোটকাস্টিংয়ের হার ছিলো ৯০.৯%।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম ইয়ামিন । এছাড়াও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো সাব্বির হোসেন এবং সাইফুল ইসলাম খান সিফাত।

সদ্য সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ইয়ামিন বলেন “বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সর্বদা নির্বাচন এর মাধ্যমে নতুন নেতৃত্বকে স্বাগতম জানিয়ে থাকে। এবছরও তার কোন ব্যত্যয় ঘটেনি। নতুন নেতৃত্বের প্রতি অভিনন্দন ও শুভকামনা জানাই। আমরা বিশ্বাস করি তারা তাদের নেতৃত্বের গুণাবলী দিয়ে বি ইউ ডি এসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন থেকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি