বরগুনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত সাবেক ইউপি সদস্য
প্রকাশিত : ১১:০৭, ৩ মে ২০২৩ | আপডেট: ১১:২৫, ৩ মে ২০২৩
বরগুনার আয়লায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন সাবেক ইউপি সদস্য। এঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান মঙ্গলবার রাত নয়টার দিকে আয়লার পাতাকাটা ইউনিয়নের ঠান্ডার ক্লাব এলাকায় বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোতাহারের মৃধা ও সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম পনুর পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় শফিকুল ইসলাম পনু আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং উভয় পক্ষের আরও ১০ জন আহত হন। পুলিশ পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন শান্ত আছে জানিয়ে বরগুনা সদস থানার ওসি আলী আহম্মেদ জানান, সংঘর্ষে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।
এসবি/
আরও পড়ুন