বরিশালে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ
প্রকাশিত : ১৭:৫৫, ২৬ জুলাই ২০১৮
তরুণ প্রজন্মের মধ্যে সততা চর্চা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’র উদ্বোধনী অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন বরিশাল ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সততা স্টোরের উদ্বোধন উপলক্ষে বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরিশালের বিভাগীয় পরিচালক মো. আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন- দুদক এর বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ।
বক্তব্য রাখেন- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খন্দকার শাহেআলম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ মো. জামাল উদ্দিন প্রমুখ। শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।
এসএইচ/
আরও পড়ুন