ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে ধারণ করা ‘ইত্যাদি’ পুনঃপ্রচার আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৭ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

২০১২ সালের ২০শে নভেম্বর বরিশালে ধারণকৃত ইত্যাদির পুনঃপ্রচার হবে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

২০১২ সালের ২০শে নভেম্বর বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত ভাসমান মঞ্চ এবং এর সামনে উপস্থিত কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল পর্বটি। এই পর্বে রয়েছে পর পর দু’বার পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম বাঙালি তরুণ এমএ মুহিতের সাক্ষাৎকার।

বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সঙ্গে তার বড় ছেলে প্রতীক হাসানকে ইত্যাদিতে উপস্থাপন করা হয়েছিল মিলুর অসুস্থ অবস্থায় তার জীবনের শেষ গানটিতে। আর সেই থেকে শিল্পী হিসেবে যাত্রা শুরু প্রতীকের। আর এই অনুষ্ঠানে প্রতীক হাসানের সঙ্গে খালিদ হাসান মিলুরই আরেক সন্তান প্রীতম হাসানকে প্রথমবারের মত উপস্থাপন করা হয়। তাদের গাওয়া দ্বৈত সংগীতটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। এছাড়াও রয়েছে পুরনো দিনের জনপ্রিয় তিনটি গান নিয়ে একটি মিউজিক্যাল ড্রামা। গান তিনটিতে বিভিন্ন চলমান অসঙ্গতি তুলে ধরা হয়েছে। রয়েছে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পী’র পরিবেশনায় বরিশালকে নিয়ে একটি মৌলিক গানের সাথে নৃত্য।

এবার ইত্যাদির দর্শক বাছাই করা হয়েছে বৃহত্তর বরিশালকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় ২য় পর্ব। এই পর্বে অতিথি হিসাবে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির ও অভিনেত্রী তানিয়া আহমেদ। তাদের সঙ্গে ছিলেন বরিশালের গীতিকার লিটন অধিকারী রিন্টু।

রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। ইত্যাদি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি