ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

বরিশালে বাস-ট্রলি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

 বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১০:০৭, ২৪ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১০:৪৩, ২৪ ডিসেম্বর ২০২৩

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। 

রোববার ভোর সাড়ে ৬টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রলি গাড়ির চালক বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার (৩৮) ও হেলপার ইউসুফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উজিরপুর উপজেলার আটিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দুজন সোহরাব  ও রুবেল ঘটনাস্থলেই মারা যান। 

এসময় ট্রলটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে এবং সাকুরা পরিবহনটি সামনের দিকে দুমড়ে মুচড়ে সড়কের পাশে বড় রেনটি গাছের ভেতর ডুকে যায়। এতে বাসের হেলপারসহ ৮-১০ জন যাত্রী আহত হন। 

এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ সময় সাকুরা পরিবহনের চালক পালিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন জানান, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি