ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

বরিশালে বিপুল পরিমাণ জাটকা জব্দ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৫, ১৭ নভেম্বর ২০২১

জাটকা জব্দের পর গাড়িচালককে জরিমানা করা হচ্ছে।

জাটকা জব্দের পর গাড়িচালককে জরিমানা করা হচ্ছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাসেমাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে যাত্রিবাহী বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে পাঁচটি ককসিট ভর্তি বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় গাড়ীচালক ও সুপারভাইজারকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড এ্যাসিসটেন্ড সুমন হোসেনসহ গৌরনদী হাইওয়ে পুলিশের সদস্যরা। 

পরে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি