ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে সরোয়ার, রাজশাহীতে বুলবুল বিএনপির প্রার্থী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৬, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল ও রাজশাহী সিটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।  

বরিশালের সাবেক মেয়র দলের যুগ্ম মহাসচিব আ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নাম ঘোষণা করেন। সিলেটের প্রার্থীর নাম আগামীকাল ঘোষণা করা হবে।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের আগের রাতেই ব্যালট পেপার পরিবর্তনের আশঙ্কা করে বিএনপি মহাসচিব বলেন, গাজীপুর সিটি নির্বাচন কমিশনের জন্য টেস্ট কেস। তা দেখেই পরবর্তী তিন সিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান।

২৬ জুনের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনকে যাবতীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ন্যূনতম ফেয়ার ইলেকশন হলে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিএনপি জয়লাভ করবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে না পারলে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি