ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

বরিশাল বিএম কলেজে সরস্বতী পূজা উদযাপিত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | আপডেট: ১১:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ মাঠে প্রতিবছরের ন্যায় ভাব গাম্ভীর্যের সঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে সরস্বতী পূজা। 

এতে শিক্ষক সহ কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুম্পা শিকদার।

পূজায় সার্বিক সহযোগিতা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ. এস কাইয়ুম উদ্দীন আহমেদ, সহযোগী অধ্যাপক ড. কমলিনি জয়ধর, সহযোগী অধ্যাপক তপন কুমার সাহা, সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির, সহকারি অধ্যাপক মো. আলআমিন সরোয়ার।

পূজা পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার বিশ্বাস। এছাড়াও পরিচালনা কমিটিতে ছিলেন সহযোগী অধ্যাপক পার্থ হালদার, সহযোগী অধ্যাপক সোমনাথ মণ্ডল, সহযোগী অধ্যাপক নিরঞ্জন সুতার, সহযোগী অধ্যাপক জয়শ্রী রানী মণ্ডল, সহযোগী অধ্যাপক ললনা বসু, সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, সহকারী অধ্যাপক দিপায়ন সিকদার, সহকারী অধ্যাপক উজ্জ্বল কুমার পাল, সহকারী অধ্যাপক সোমা রাণী সরকার, সহকারী অধ্যাপক সঙ্গীতা সরকার, প্রভাষক বিকাস কুসুম দাস, প্রভাষক বাড়ৈ, প্রভাষক সুজন চন্দ্র সরকার, প্রভাষক চিরঞ্জিৎ আচার্জ সহ অনেকে।

পূজা ও অঞ্জলি প্রদান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি