বরিশাল বিপিএল জেতায় নাহিদ-হাসনাতকে নিয়ে যা বললেন সারজিস
প্রকাশিত : ০৮:৪৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/SARJIS-2502080248.jpg)
টানা দ্বিতীয়বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। বিপিএলের ১১তম আসরের ফাইনালে আজ বরিশাল ৩ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম কিংসকে।
বিপিএল জেতায় বরিশাল নিয়ে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সারজিস আলম লিখেছেন, ‘নাহিদ-হাসনাত আগে থেকেই বরিশালের জালে ‘জামাই’ হিসেবে আটকা!
তিনি আরও লিখেছেন, ‘বিপিএলের চ্যাম্পিয়ন ট্রফিটাও গেলো বরিশালের ঘরে! নিজের কথা আর নাই বা বলি! সময় এখন বরিশালের! কি কও মনু?’
তার এই স্ট্যাটাস নিয়ে অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। তার মধ্যে একজন লিখেছেন, ‘তুমি তো এখন বরিশাইল্লা জামাই। তাই এ বিজয়ের অংশীদার তুমিও।’
আরেকজন লিখেছেন, ‘তোমরা বরিশালের ৩ জামাই বরিশালকে জেতানোর জন্য স্বজনপ্রীতি করছো।’ জামিল নামের একজন লিখেছেন, ‘সারজিস ভাইয়ের আইডি ভাবীর দখলে; উত্তরবঙ্গের বাসিন্দারা হতাশ হইয়েন না!’
আরও যে মন্তব্য এসেছে সেগুলো হলো- ‘দুলাভাই, সব দিকে থেকে জিতেছেন’; ‘হাসনাত ভাই বরিশাল
সারজিস ভাই বরিশাল, অবশেষে বিপিএল ট্রফিও বরিশাল।’
প্রসঙ্গত, গত রাতে ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান করে চট্টগ্রাম কিংস। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৭ উইকেটে ১৯৫ রান করে টানা দ্বিতীয় বারের মতো বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। গেল বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল বরিশাল।
এএইচ