ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরুশিয়ার স্বপ্নভঙ্গ, ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট রিয়ালের

আকাশ উজ্জামান

প্রকাশিত : ০৯:৫২, ২ জুন ২০২৪

আবারও স্বপ্নভঙ্গ বরুশিয়া ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটিকে ২-০ গোলে হারিয়ে এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করলো রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে ১৮ বার ফাইনাল খেলে ১৫ বারই চ্যাম্পিয়নের মুকুট পড়লো গ্যালাক্টিকোরা।

ম্যাচে গোল দুটি করেছেন দানি কারভাহাল ও ভিনিসিয়ুস জুনিয়র। 

চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলবে আর শিরোপা জিতবে না রিয়ালের সাথে এমনটি হয়নি গত ৩৩ বছর। ২৪-এ এসেও অপ্রতিরোধ্য মাদ্রিদিয়ানরা। ইংল্যান্ডের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে হলুদ জার্সির ডর্টমুন্ডকে কাঁদিয়ে ১৫তম শিরোপা উৎসব করলো লসব্লাঙ্কেরা।

ম্যাচের প্রথমার্ধে দৃশ্যপট ছিলো ভিন্ন। ৯৭ সালের পর শিরোপা জিততে দাপুটে রূপে হাজির হয় বরুশিয়া ডর্টমুন্ড। তাদের একচেটিয়া আক্রমণে এক পর্যায়ে কোনঠাসা হয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কোনো মতো পার করে প্রথম ৪৫ মিনিট।

তবে, দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে গ্যালাক্টিরা। আক্রমণের ঝড় বইয়ে দেয় ভিনিসিয়ুস, বেলিংহামরা। মাদ্রিদ জার্সিতে শেষবার মাঠে নামা টনি ক্রুস ও অভিজ্ঞ কারভাহালের অবদানে ৭৪ মিনিটে এগিয়ে যায় ফেভারিটরা।

৮৩ মিনিটে রিয়ালের ১৫তম শিরোপা নিশ্চিত হয়ে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুসের গোলে। বেলিংহামের বাড়ানো বলে সহজ সুযোগটি হাতছাড়া করেননি ব্যালন ডি অর জয়ের লড়াইয়ে থাকা এই তারকা।

বাকি সময়ে কোনো চমক দেখাতে পারেনি বরুশিয়া। ১১ বছর পরেও ওয়েম্বলিতে ভাগ্য বদল হলো না জার্মান ক্লাবটির। আবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উৎসবে মাতলো রিয়াল। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি