ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৯, ২০ ডিসেম্বর ২০১৯

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস আজ। বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী, ঐতিহ্যবাহী আধা সামরিকবাহিনী। এর আগে এর নাম ছিল ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর)। স্বাধীনতার পর ১৯৭২ সালে এ নামকরণ হয়। বাংলাদেশের স্বাধীনতাপূর্বে যার নাম ছিল ইপিআর অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলস।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দফতরে বিডিআরের কতিপয় বিপদগামী উচ্ছৃঙ্খল সদস্যকর্তৃক ইতিহাসের বিভীষিকাময় নারকীয় হত্যাকাণ্ড ঘটনার পর বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) রাখা হয়।

আজ দিবস হলেও গত বুধবার সকালে বাহিনীটির সদর দপ্তর পিলখানায় বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘বিজিবি দিবস-২০১৯’ উদযাপনে বীর-উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন তিনি।

পরে এক অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় বীরত্ব ও সাহসিকতায় অবদান রাখার জন্য বিজিবি’র  ৬০ সদস্যকে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি