ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বর্ণবৈষম্যের অভিযোগ ব্ল্যাক মেরিল স্ট্রিপের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

ভায়োলা ডেভিস। হলিউডের কৃষ্ণাঙ্গ অভিনেত্রী। গায়ের রং কালো হলেও ভক্তরা তাকে তুলোনা করেন সুন্দরী অভিনেত্রী মেরিল স্ট্রিপের সঙ্গে। অস্কার জয়ী অভিনেত্রীর পারিশ্রমিক অনেকের চেয়ে কম। সিনেমার প্রস্তুাবও খুব একটা আসে না তার কাছে। ইতিমধ্যে হলিউডে ৩০ বছরের ক্যরিয়ার শেষ করেছেন তিনি। তবে এ সময়ের মধ্যে অনেক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভায়োলা। আর এর কারণ হিসেবে বর্ণবৈষম্যকেই দায়ী করেছেন তিনি।

সম্প্রতি কৃষ্ণাঙ্গ এ অভিনেত্রী জানান, মেরিল স্ট্রিপ, জুলিয়ান মুরেরা তার মতো একই পথ পাড়ি দিয়েছেন। কিন্তু এখনও তিনি তাদের কাছে পৌঁছাতে পারেননি। অর্থের দিক দিয়েও নয়, চাকরির সুযোগের দিক দিয়েও নয়।

লস অ্যাঞ্জেলেসে ‘ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড স্যালন’ অনুষ্ঠানে ৫২ বছর বয়সী ভায়োলা ডেভিস আরও বলেন, মানুষ বলে, ‘তুমি ব্ল্যাক মেরিল স্ট্রিপ। আমরা তোমাকে ভালোবাসি। তোমার মতো আরেকজন হয় না।’

তাই যদি হয়, তোমরা যদি মনে করো আমার মতো কেউ এত যোগ্য না- তবে আমার যোগ্য সম্মানটা অন্তত দাও।

সূত্র : নিউজ ইয়র্ক ডেইলি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি