ঢাকা, মঙ্গলবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৫

বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহার দাবিতে অবস্থান কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

বর্ধিত বিমান ভাড়া প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি করছে নতুন  গঠিত আমজনতার দলের প্রতিনিধিরা।

অবস্থান কর্মসূচি থেকে দ্রুত আগের বিমান ভাড়ায় ফেরার আহবান জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব মোঃ তারেক রহমান।

তিনি জানান, মামলা সহ নানা জটিলতায় লাখ লাখ প্রবাসী বছরের পর বছর দেশে আসতে পারে নাই। গণঅভ্যুত্থানের পর সেই সুযোগ তৈরি হলেও বিমান ভাড়ার কারণে তারা আসতে পারছেন না। আপ-ডাউন টিকেট ১ লাখ ৯০ হাজার ছাড়িয়ে ২ লাখে গিয়ে ঠেকেছে। এটা আমরা মানতে পারি না।

আমজনতার দলের দপ্তর সমন্বয়ক বলেন, অদৃশ্য কারণে সরকারি এয়ারলাইনসের টিকিট সব আগে হতেই বুক থাকে। এগুলো করে বেসরকারি বিমানে যেতে বাধ্য করছে প্রবাসীরা।

আমজনতার দল দাবি জানাচ্ছে, বিমান ভাড়া কমিয়ে পূর্বের অবস্থানে ফিরতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি