ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার দ. আফ্রিকার মালান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৪ জানুয়ারি ২০২২

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)র ২০২১ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। নারী ক্রিকেটের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা।

রোববার গত বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবে মালানের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৯ সালে টি-টোয়েন্টির পর ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক হয় মালানের। ২০২১ সালে ১৭টি আন্তর্জাতিক ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরিসহ ৭১৫ রান করেন মালান। 

দেশের হয়ে ৮ ওয়ানডের ৭ ইনিংসে ২টি সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৫০৯ রান করেন ২৫ বছর বয়সী মালান। বছরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাটিং গড়- ৮৪ দশমিক ৮৩। 

গত জুলাইয়ে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬৯ বলে অপরাজিত ১৭৭ রানের নান্দনিক ইনিংস খেলেন মালান। এরপর সেপ্টেম্বরে কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে ১৩৫ বলে ১২১ রানের ইনিংস খেলেন এই উদীয়মান তরুণ।

তবে টি-টোয়েন্টিতে খুব বেশি জ্বলে উঠতে পারেননি মালান। ৯টি টি-টোয়েন্টি ম্যাচে ২০৬ রান করেন তিনি। এর মধ্যে ১টি হাফ-সেঞ্চুরি ছিলো। টি-টোয়েন্টি নিজেকে মেলে ধরতে না পারলেও, ওয়ানডেতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।

এছাড়া, নারী ক্রিকেটের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ফাতিমা সানা। ২০২১ সালে ১৬ ম্যাচ খেলে প্রায় ২৪ গড়ে ২৪ উইকেট শিকার ও ব্যাট হাতে ১৬৫ রান করেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি