ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের দৌড়ে ৪ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২৯ ডিসেম্বর ২০২১ | আপডেট: ০৮:৫৭, ২৯ ডিসেম্বর ২০২১

২০২১ সালে আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের জন্য মনোনীত হয়েছেন চার দেশের চার ক্রিকেটার। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন ও শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে।

চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান করেছেন রুট। ১৫ ম্যাচে ছয় সেঞ্চুরিতে ১৭০৮ রান করেছেন তিনি। টেস্টের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে ১৭শ’র বেশি রান করা তৃতীয় ক্রিকেটার হলেন তিনি। রুটের আগে এই নজির গড়েন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ ও ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ডস। ২০০৬ সালে ইউসুফ ১৭৮৮ রান এবং ১৯৭৬ সালে রিচার্ডস করেছিলেন ১৭১০ রান।

বল হাতেও উজ্জল ছিলেন অকেশনাল স্পিনার রুট। ১৪ উইকেট নিয়েছেন তিনি। দলের প্রয়োজনে আক্রমণে এসে ব্রেক-থ্রু এনে দেন ইংলিশ স্পিনার। তার সেরা বোলিং ৮ রানে ৫ উইকেট। এ বছরের ফেব্রুয়ারিতে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন রুট।

এ বছর সর্বোচ্চ উইকেট শিকারী ভারতের অশ্বিন। ৮ ম্যাচে নিয়েছেন ৫২ উইকেট। গড় ১৬ দশমিক ২৩। উইকেট শিকারের সংখ্যাটা বাড়তে পারে। কারণ সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলছেন অশ্বিন। ব্যাট হাতে এ বছর লোয়ার-অর্ডারে দারুন ছন্দে ছিলেন তিনি। এক সেঞ্চুরিতে ২৮ দশমিক ০৮ গড়ে ৩৩৭ রান করেন ভারতীয় এই স্পিনার।

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্ট ড্র’তে বড় ভূমিকা রেখেছিল অশ্বিন। দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে নেমে ১২৮ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। টেস্ট ড্র’তে হানুমা বিহারির সাথে ষষ্ঠ উইকেটে খেলেন ২৫৮ বল।

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে ৩২ উইকেটও নিয়েছেন অশ্বিন। সাউদাম্পটন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট নেন তিনি। ওই ম্যাচটি হেরে রানার্সআপ হয় ভারত।

এ বছর নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী জেমিসন। ৫ ম্যাচে নেন ২৭ উইকেট। নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠার পেছনে বড় অবদান ছিলো ২০২০ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়া জেমিসনের।

সাউদাম্পটনের ফাইনালে ৭ উইকেট নেন জেমিসন। ফাইনালের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। দলকে প্রথম আইসিসি ট্রফির স্বাদ দিতে ভূমিকা রাখেন এই বোলার।

শ্রীলংকার হয়ে এ বছর ৭ ম্যাচে ৯০২ রান করেছেন করুনারত্নে। বছরে তৃতীয় সর্বোচ্চ রান তার।
ব্যাট হাতে চারটি সেঞ্চুরিও করেছেন করুনারত্নে। গড় ৬৯ দশমিক ৩৮। পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরিও করেছেন তিনি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি