ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরা রোটারীয়ানদের মধ্যে বার্ষিক এ্যাওয়ার্ড বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৮, ২৬ জুন ২০২৩

Ekushey Television Ltd.

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার ঢাকায় আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি নেতা মো. ইকবাল হোসেন এফসিএ। এতে বক্তব্য রাখেন গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর নির্বাচিত মো: আশরাফুজ্জামান নান্নু, গভর্নর নমিনি আরিফ জেবটিক, হাফিজ ইউ বিপ্লব, শহীদুল বারী প্রমুখ।

অনুষ্ঠানে সফল রোটারীয়ান হিসেবে পুরস্কার গ্রহণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বেস্ট এ্যাওয়ার্ড পেয়েছেন এ্যাডিশনাল গভর্নর আবুল খায়ের চৌধুরী এবং অন্যান্য সেরা রোটারীয়ানগণ।

গভর্নর এম এ ওয়াহাব বলেন, বছরব্যাপী সেরা পারফর্মারদের পুরস্কার প্রদানের ফলে ভবিষ্যতে রোটারীয়ানগণ মানবিক কর্মকান্ডে আরো উৎসাহিত হবেন। অনুষ্ঠানে সারা দেশের রোটারি ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি