ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষায় ইলিশ খিঁচুড়ি যেভাবে রান্না করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৩ জুলাই ২০১৮ | আপডেট: ১৩:২৫, ২৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বর্ষায় খিঁচুড়ির চেয়ে উপাদেয় পদ আর কী হতে পারে! আর বাজারে এখন ইলিশ মাছের ছড়াছড়ি। আর মেঘলা দুপুরে যদি ইলিশ আর খিঁচুড়ির যুগলবন্দী হয়, তাহলে তো আর কথাই নেই! তাহলে আজ অন্য সব পদ দূরে সরিয়ে রেখে পাত ভরে উঠুক লোভনীয় ইলিশ খিঁচুড়িতে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন ইলিশ খিঁচুড়ি।

উপাদান সমূহ-

ইলিশ মাছ ৫-৬ টুকরো, রসুন বাটা ১ চামচ, গোবিন্দভোগ চাল ২ কাপ, পেঁয়াজ কুচি ২ চামচ, মুসুর ডাল আধা কাপ, আদা বাটা আধা চামচ, পেঁয়াজ বাটা ২ চামচ, ধনে ১ চামচ, হলুদ ১ চামচ, নারকেলের দুধ আধা কাপ, শুকনো মরিচের গুঁড়ো ১ চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, এলাচ ২টি, তেল আধা কাপ, দারচিনি ২ টুকরো, লবণ পরিমাণ মতো।

বানানোর পদ্ধতি-

১. বড় বড় টুকরো করে কাটা ইলিশ মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখতে হবে অন্তত ৩০ মিনিট।

২. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে সব মসলা দিয়ে কষাতে হবে।

৩. কিছুক্ষণ পর কড়াইতে মাছের টুকরোগুলো ছেড়ে দিয়ে একসঙ্গে কষাতে হবে মিনিট পাঁচেক।

৪. মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপ মতো গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে।

৫. খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো দিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে অন্তত ১৫ মিনিট ধরে রান্না করুন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন জিভে পানি আনা ইলিশ খিঁচুড়ি।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি