ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজল কন্যা নাইসার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে অভিষেক হতে চলেছে জনপ্রিয় জুটি অজয়-কাজলের একমাত্র মেয়ে নাইসার! সম্প্রতি অজয় দেবগণের একটি সাক্ষাৎকার এই প্রশ্নই সামনে এনে দিয়েছে।


হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অজয় দেবগণকে তাঁর মেয়ে নাইসার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় জানান, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনো ইচ্ছে নেই নাইসার। ওর উপরে কোনো চাপও নেই। ওর যা ইচ্ছা হবে সেই ক্যারিয়ারই ও বেছে নেবে। আর তা ছাড়া বলিউডে আসার পক্ষে সে এখনও অনেকটাই ছোট।


নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অব সাউথইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়ছেন। এই স্কুলেরই প্রাক্তন ছাত্রী সোনম কাপুর। অজয় জানান, নাইসা এখন পড়াশোনায় ব্যস্ত। কিন্তু পরবর্তী প্ল্যানের লিস্টে কি বলিউড রয়েছে? তা অবশ্য খোলসা করেননি অজয়।

শুধু জানিয়েছেন, যে ক্যারিয়ারই বেছে নিন, নাইসার সিদ্ধান্তের উপরে তাঁদের সম্পূর্ণ সমর্থন থাকবে। তবে আশার কথা এই যে, নাইসা মত পরিবর্তন করে বলিউডে আসার কথা ভাবলে তাতে অজয় বাধা দেবেন না। সূত্র : আনন্দবাজার।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি