ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিউডে আমার ভালো বন্ধু নেই: সানি লিওন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ১০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

বলিউডে কারও সঙ্গেই ভালো বন্ধুত্ব গড়ে ওঠেনি পর্নোস্টার থেকে বলিউড অভিনেত্রী হিওয়া সানি লিওনের। নেহা ধুপিয়ার সেলিব্রেটি শো `নো ফিল্টার নেহা`তে এসে  তিনি এই অকপট স্বীকারোক্তি দেন।


সাবেক পর্নো তারকা সানি ওই শোতে নেহার সঙ্গে অনেক বিষয়েই খোলামেলা কথা বলেন। জানিয়েছেন তার বলিউডে প্রবেশর সময়কার অভিজ্ঞতার কথাও।


সানি বলেন, যখন ইন্ড্রাস্টিতে কাজ করি; তখন অনেকের সঙ্গেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে এর বাইরে কিছু নয়।


তিনি বলেন, আমি কোনও সামাজিক ক্লাব বা এরকম অন্য কিছুর সঙ্গে জড়িতও নয়। বলিউডে আমার কোনও ভালো বন্ধুও নেই।


ক্যারিয়ারের শুরুতে কীভাবে বঞ্চণর শিকার হয়েছেন এই অভিনেত্রী সে প্রসঙ্গেও কথা বলেন নেহার সঙ্গে। সানি বলেন, বলিউডের একটা অ্যাওয়ার্ড শোতে আমাকে বয়কট করা হয়।আমার মনে হয় আমাকে নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল ছিল।


তার ভাষায়, আর সেই সময় আমাকে অনেক নারীই পছন্দ করতেন না, যদিও সেটা নিয়ে আমার কোনও অসুবিধা সেদিনও ছিল না এমনকি আজও নেই। তবে অ্যাওয়ার্ড শোতে দীর্ঘ সময় ধরে একভাবে বসে থাকাটা আমার কাছে অস্বস্তিকর ছিল, কেউই আমার সঙ্গে মূল মঞ্চে যেতে চাইছিল না।


তবে পরবর্তীতে অবস্থা পাল্টেছে। জিসম-টুতে অভিনয় দিয়ে বলিউড পা রাখা এ অভিনেত্রী জায়গা করে নিয়েছেন দর্শকদের কাছে। নানা বিতর্কে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের অন্য তারকারাও।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি