ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বলিরেখা আটকাতে বালিশ ছাড়া ঘুমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৫, ২৪ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বয়সের সঙ্গে সঙ্গে মুখে বলিরেখার পরিমাণ বাড়তে থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকেরই কম বয়সে মুখে বলিরেখা পড়ে যায়। অনেক কিছু করেও তা আটকানো যায় না। এর বিভিন্ন কারণ থাকতে পারে। তবে এবারে এর পেছনে একটি অদ্ভুত কারণকে দায়ী করেছেন চিকিৎসকরা।

তাদের মতে যারা বালিশে মুখ গুঁজে ঘুমান, তাদের ত্বকে বেশি মাত্রায় বলিরেখা পড়তে পারে। এর মূলত দু’টি কারণ ব্যাখ্যা করেছেন চিকিৎসকরা। 

বালিশে মুখ গুঁজে ঘুমালে মুখের দিকে রক্তচাপ বাড়তে থাকে। সেই চাপেই মুখে বলিরেখা পড়তে পারে। যারা মুখের কোনও একটি বিশেষ দিকে বেশি পরিমাণে বালিশে রেখে ঘুমোন, সেই দিকে বয়সের ছাপ বেশি পড়তে থাকে, আর কমতে থাকে উজ্জ্বলতা।

এ ছাড়াও বালিশে মুখ গুঁজে ঘুমালে বা পাশ ফিরে ঘুমানোর সময় মুখের যে অংশটি বালিশের সংস্পর্শে থাকে, সেই অংশের ত্বক ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে। কারণ বালিশে থাকা ব্যাকটিরিয়া মুখের ওই অংশে বাসা বাঁধতে থাকে।

সবচেয়ে ভালো হয় বালিশ ছাড়া ঘুমাতে পারলে। এতে ঘাড় এবং কাঁধের পেশির সমস্যা কমে, মেরুদণ্ডের উপকারের পাশাপাশি মুখের ত্বকের  উপকারতো হবেই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এমএম/এসবি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি