বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন কমিটি ঘোষণা
প্রকাশিত : ১৫:৪৩, ১৮ জানুয়ারি ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ডিবেটিং সোসাইটির ২০২০-২১ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী এস কে ইজাজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী খন্দকার নাহিদ হোসেন।
রোববার ১৭ জানুয়ারি) সোসাইটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি শিকদার মাহবুব, শফিকুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক আরাফাত মুক্তি, ফাতেমা তুজ জিনিয়া, সাংগঠনিক-সম্পাদক তানহীম রহমান, অর্থ বিষয়ক সম্পাদক মুকুল আহমেদ, দপ্তর-সম্পাদক নাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পার্থ প্রতিম ব্ৰহ্মা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইবনুল আকিফ, অনুষ্ঠান এবং টুর্নামেন্ট বিষয়ক সম্পাদক অনিক চৌধুরী।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- মোহতাসিম রোহান, ইমতিয়াজ আহমেদ শাফিন, সৈকত জে ইসলাম, শাহরিয়ার সাকলাইন, নিশাত জাহান নিসা, মাহমুদুর রহমান মুগ্ধ, উজ্জ্বল খান,শেখ মোহাম্মদ রিফাত, রায়হান তানভীন তন্ময়, দিশা হালদার পূজা।
বশেমুরবিপ্রবির একমাত্র বিতার্কিক সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কিউ. এম. মাহবুব এবং মডারেটর হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তছলিম আহম্মেদ।
নবগঠিত কমিটির পাঁচ সদস্যবিশিষ্ট উপদেষ্টামন্ডলীতে রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক ও সাদিয়া আফরিন, ফার্মেসি বিভাগের প্রভাষক শাণিতা জামান স্মৃতি এবং বাংলা বিভাগের প্রভাষক জয়নব বিনতে হোসেন।
এছাড়া প্রেসিডিয়াম সদস্য হিসেবে আছেন খন্দকার নিয়াজ মাহমুদ, এ এইচ শাওন ইসলাম ও তামান্না রিফাত আরা দৃষ্টি।
কমিটির নবনির্বাচিত সভাপতি এস.কে ইজাজুর রহমান বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য থাকবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্কের চর্চা বৃদ্ধি করা এবং বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটিকে বাংলাদেশের অন্যতম সেরা বিতার্কিক সংগঠনে পরিণত করা।’
উল্লেখ্য, ‘যুক্তিই হোক শক্তি’ এই স্লোগানে ২০১৯ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যুক্তি নির্ভরতা এবং তাদের মেধার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এআই/এসএ/
আরও পড়ুন