ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বসন্ত আসেনি ছোট পর্দায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘আহা আজি এ বসন্ত- কোকিল পাখির কুহু কুহু ডাক জানিয়ে দিল আজ মনোমুগ্ধকর ঋতুরাজ বসন্ত। এই দিনটি প্রকৃতিকে উৎসর্গ করা দিন। প্রকৃতি আজ সেজে উঠেছে পাখি আর ফুল দিয়ে। চারিদিক যেন অন্য রকম শোভা পায়।

প্রত্যেক বছরেই এ উৎসব পালন করা হয়। এই উৎসব নিয়ে প্রতি বছরই ছোট পর্দায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যানেলগুলো বসন্তের গান দিয়ে সকাল বেলা শুরু করে। নাচ, নাটকতো থাকেই। কিন্তু এ বছরে তার ভিন্নতা ঘটেছে। বসন্ত নিয়ে কোন আয়োজন রাখে নি।

দেশে ২৫টির বেশি টিভি চ্যানেল থাকলেও হাতেগোনা কয়েকটি চ্যানেল সকালে বসন্তের অনুষ্ঠান প্রচার করা হয়েছে।

এদিকে দেখা যাচ্ছে, ভালোবাসার দিবস উপলক্ষে বিভিন্ন চ্যানেলগুলোতে বিশেষ বিশেষ আয়োজন রাখছে। ভালোবাসার আয়োজনে থাকছে বিশেষ নাটক, টেলিছবি, গানের অনুষ্ঠান, ড্যান্সের অনুষ্ঠান। এছাড়া রয়েছে ভালোবাসা নিয়ে মজার টক শো।

প্রকৃতির উৎসবকে দূরে ঠেলে দিয়ে ভালোবাসার উৎসব নিয়ে মেতেছে প্রকৃতিরই মানুষ।

কেএনইউ/ এআর    


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি