বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে পেয়ারপুর আশ্রায়ণ প্রকল্প
প্রকাশিত : ১৫:৫০, ১৪ জুলাই ২০১৯
বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে মাদারীপুর সদরের পেয়ারপুর আশ্রায়ণ প্রকল্প। বাধ্য হয়ে অন্যত্র বাসা ভাড়া করে থাকতে শুরু করেছে অনেকে। বারবার কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও কোনও ফলাফল পাননি বাসিন্দারা। বরাদ্দ পেলে ঘর মেরামতের কথা বলছে জেলা প্রশাসন।
ঘরের চালে বড় বড় ফুটো। বেড়ার টিনগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। টয়লেট পরিত্যক্ত হয়েছে অনেক আগেই। বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। ভাঙ্গা বেড়া দিয়ে অবাধে যাতায়ত করে কুকুর-বেড়াল। আর এর মধ্যেই থাকতে হচ্ছে পেয়ারপুর আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের।
২৪ টি ব্লকে ভূমিহীন মোট ২৪০ পরিবারের আশ্রয় হয়েছিল এ আশ্রায়ণ প্রকল্পে। বসবাসের অযোগ্য হওয়ায় এরইমধ্যে কিছু পরিবার অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। আশ্রিতদের মানবেতর জীবন-যাপনের কথা স্বীকার করেছে খোদ প্রশাসন।
এদিকে বরাদ্দ পেলে ঘরগুলো মেরামত করার কথা জানালেন জেলা প্রশাসক। যত দ্রুত সম্ভব মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু বসবাস যোগ্য করার দাবি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের।
আরও পড়ুন