ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

বসুন্ধরার ডিটারজেন্ট কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১০ শ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৭, ২৪ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলের ডিটারজেন্ট ইউনিটে বিস্ফোরণে পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে নেভাতে গিয়ে দগ্ধ হয়েছে অন্তত ১০ জন। 

রোববার সকাল দশটার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানায় কারখানা কর্তৃপক্ষ।

দগ্ধদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাষ্টিক সার্জারী ইনস্টিটিটিউট এ ভর্তি করা হয়েছে।

কারখানার শ্রমিক জানায়, বসুন্ধরা পেপার মিলের ইউনিট-১এ এয়ারফ্রেশনার, ডিটারজেন্ট, এরোসল, হারপিক ও মশার কয়েল তৈরি করা হয়। সকাল দশটার দিকে কারখানাটির ডিটারজেন্ট তৈরির ইউনিটে বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে মিসম্যাচ হয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়৷ 

এ বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের অন্তত ১৫ থেকে ২০ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদেরকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছ।

এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মন্নান জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট  ঘটনাস্থলে প্রাথমিক তদন্ত করছে। কারখানায় বিপুল পরিমাণে ক্যামিকেল রয়েছে। তবে আগুন বেশিদূর ছড়াতে পারেনি। কারখানার শ্রমিকরাই আগুন নেভাতে সক্ষম হন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি