বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা
প্রকাশিত : ১৪:৩৫, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৩৫, ২২ আগস্ট ২০১৬
রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা করা হচ্ছে। আগুন নেভানোর পর এখন চলছে পরিচ্ছন্নতার কাজ। ভেতরে ঢুকতে না দেওয়ায় ক্ষোভ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্নতা শেষে বুধবার নাগাদ ক্রেতা-দর্শনার্থীদের জন্য শপিংমলটি খুলে দেওয়া হবে।
রোববার সকালে রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের ষষ্ঠ তলার আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ২৯ টি ইউনিট কয়েক দফার চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে পুড়ে যায় সি ব্লকের বেশ কিছু দোকান।
আগুন নেভানোর পর থেকেই শুরু হয় পরিচ্ছনতার কাজ। পুড়ে যাওয়া অবশিষ্ট মালামাল ডাম্পিংয়ের জন্য সরিয়ে ফেলা হচ্ছে। সরানো হচ্ছে জমে থাকা পানি।
তবে দোকান মালিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকায় রয়েছেন তারা।
ক্ষতিপূরণ পাবেন কি না এ নিয়েও সংশয় আছে ক্ষতিগ্রস্থদের।
ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ না করলেও কর্তৃপক্ষ জানিয়েছে জমে থাকা পানি ও পোড়া জিনিসপত্র সরিয়েই খুলে দেওয়া হবে শপিংমল।
অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে।
আরও পড়ুন