ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বসুন্ধরা সিটি শপিং মলের আগুন নিয়ন্ত্রনে

প্রকাশিত : ১১:৫৪, ২২ আগস্ট ২০১৬ | আপডেট: ১১:৫৪, ২২ আগস্ট ২০১৬

প্রায় ১০ ঘন্টা চেষ্টার পর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। বিপুল ক্ষয়ক্ষতির আশংকা করছেন ব্যাবসায়ীরঅ। আগামী বুধবার নাগাদ শপিং মলটি আবার খোলার আশা করছেন কর্তৃপক্ষ। দিনভর নানাভাবে আগুন নেভানো চেষ্টার পর রোববার রাত ১০ টার দিকে বসুন্ধরা শপিং মলের ষষ্ঠ তলায় আবারো দেখা যায় আগুনের শিখা। যদিও ফায়ার সার্ভিস তা অল্প সময়ই নেভাতে সক্ষম হয়। পরে মধ্যরাতে ফায়ার সার্ভিসের মহা পরিচালক সাংবাদিকদের জানান আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে। যদিও আগুন লাগার কারন তখনও জানাতে পারেন ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি পরিমান সঠিক জানাতে না পারলেও ব্লক সি-র ১০ থেকে ১৪টি দোকান বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে বসুন্ধরা কতৃপক্ষ। গেল রোববার বেলা এগারোটায় দিকে  বসুন্ধরা শপিং কম্পেক্সের লাগা আগুন ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট ও মার্কেট কর্তৃপক্ষের তা নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। এটি এই শপিং মলে দ্বিতীয় অগ্নিকান্ড। এবার কোন প্রাণহানি ঘটনা না ঘটলেও ২০০৯ সালের ১৩ মার্চের লাগা আগুনে প্রাণ হারান সাতজন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি