ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বহুদিন বেঁচে থাকতে সাহায্য করে কুকুর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৯, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১০:৩৩, ২১ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

একজন ভালো সঙ্গী একটা মানুষের জীবন বদলে দিতে পারে। শুধু তাই নয়, বিপদে আপদে তার থেকে বড় বন্ধুই বা কে আছে? সম্প্রতি ‘সায়েন্টিফিক’ নামক জার্নালে প্রকাশিত হয়েছে, সারমেয় (কুকুর) শুধুমাত্র ভাল বন্ধুই নয়, সঙ্গী কুকুর বাড়িয়ে দেয় মানুষের আয়ু। কুকুরের সান্নিধ্যে দূরে থাকে হৃদরোগের মতো বহু জটিল রোগ।

গবেষণায় বলা হয়েছে, কুকুরকে সঙ্গী করলে কার্ডিওভ্যাসকুলার সমস্যা আমাদের শরীর থেকে শতহস্ত দূরে থাকে। কুকুরের সান্নিধ্যে বিশেষভাবে উপকৃত হয় অবিবাহিত ব্যক্তিরা। এরা ব্যক্তির একাকিত্বে খুব ভালো সঙ্গী হয়ে উঠতে পারে । ফলে হৃদরোগের ঝুঁকি কমিয়ে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে তারা।

গবেষকরা সুইডেনের ৪০ থেকে ৮০ বছর বয়সী বেশ কিছু মানুষের উপর  সমীক্ষা করেন । সমীক্ষায় উঠে এসেছে, যাঁরা কুকুরকে সঙ্গী করেছিলেন তাঁদের তুলনায় যাঁদের সঙ্গে কুকুর ছিল না হৃদরোগে তাঁদের মৃত্যুর হার ৩৩ শতাংশ বেড়ে গিয়েছে। কুকরকে সঙ্গী করায় হৃদরোগের প্রভাব কমেছে ১১ শতাংশ।

তবে, কুকুর ঠিক কীভাবে হৃদরোগ প্রতিরোধ করে তা পরিষ্কার করে বলা হয়নি প্রতিবেদনে। কিন্তু বিষয়টি সমীক্ষায় প্রমাণিত। তাই সুস্থ শরীরে দীর্ঘদিন বাঁচতে অবশ্যই কুকুরকে সঙ্গী করুন।

সূত্র: জিনিউজ ডট ইন্ডিয়া ডট কম

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি