ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

বহুরূপী মাহি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:২০, ৫ ফেব্রুয়ারি ২০১৮

চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাকে নিয়ে আলাদা করে বিশেষণ দেওয়ার প্রয়োজন নেই। তিনি নিজেই একটি বিশেষণ। অনেকেই বলছেন বিয়ের আগে যতটা আলোচনায় ছিলেন মাহি তার চেয়েও বেশি আলোচনায় এখন। কারণ তার হাতে বর্তমানে দশটি সিনেমা।

সামনে মুক্তির অপেক্ষায় আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’, একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’, শাহনেওয়াজ শানুর ‘পলকে পলকে তোমাকে চাই’, রবিন খানের ‘মন দেবো মন নেবো’, মাহমুদ হাসান শিকদারের ‘অবতার’।

অপরদিকে যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই শুধু আমার’ এর কাজ শেষ করেছেন মাহি। ২০১৭ সালের জুনে শুরু হওয়া এ সিনেমার শেষ ভাগের দৃশ্যায়ন ছিল গত কয়েকদিন। এজন্য দিন কয়েক আগে ভারতে যান মাহি।
এ সময় তিনি বলেন, ‘তুই শুধু আমার’ সিনেমাতে আমার বিপরীতে কলকাতার অভিনেতা সোহম অভিনয় করছেন। একটা বিয়ের কাহিনীর মধ্য দিয়ে শেষ অংশের কাজ হয়েছে। পুরো গল্পটা বলতে চাই না। আর আজ থেকে মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাজ শুরু হবে। সিনেমাটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক ভাই। সিনেমাতে নায়ক হিসেবে রয়েছেন সাইমন। এ সিনেমাতে আরেক লুকে আমাকে পাওয়া যাবে।’

সামনে একেক সিনেমাতে একেক রূপে হাজির হবেন মাহি। তাই পুরো বছরে তার অভিনীত সিনেমা দেখে দর্শকরা বেশ উপভোগই করবেন বলে মনে করছেন তিনি।

দেশের সিনেমার বাইরে যৌথ প্রযোজনার সিনেমাতেও মাহি কাজ করছেন। বিশেষ করে ‘তুই শুধু আমার’ সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট ও কলকাতার এসকে মুভিজ। এ সিনেমাটিও চলতি বছর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

‘পোড়ামন’, ‘দবির সাহেবের সংসার’, ‘অগ্নি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশকিছু সিনেমাতে কাজ করেন মাহি। তার ক্যারিয়ারের শুরুর দিকে এ সিনেমাগুলো প্রযোজনা করে জাজ মাল্টিমিডিয়া। তবে জাজের সিনেমা না করলেও বর্তমানে মাহির সিনেমার সংখ্যা কোন অংশে কমেনি।

অনেকেই ভেবেছিলেন বিয়ের পর মাহি শোবিজকে বিদায় জানাবেন। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করে নিয়মিত সিনেমাতে সময় দিচ্ছেন মাহি। এমনকি অনেকেই তাকে নিয়ে নতুন আরও সিনেমা করতে চাইছেন কিন্তু তিনি শিডিউল না থাকার কারণে সময় দিতে পারছেন না।

মানিকগঞ্জে টানা ১৫ দিন ‘আনন্দ অশ্রু’ সিনেমার কাজ করার পর মাহির গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’ সিনেমার গানের কাজে অংশ নিবেন বলে জানা গেছে। 
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি