ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বহু বছর পরে একসঙ্গে অক্ষয়-ক্যাটরিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:১৯, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

হামকো দিওয়ানা করগয়ে’, ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিংসহ একাধিক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ জুটি। তারপর অবশ্য বহুদিন আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। অক্ষয়-ক্যাটরিনা জুটির ভক্তরা অনেকেই চান এরাঁ আবারও একসঙ্গে বড় পর্দায় এক ফ্রেমে ধরা পড়ুক।

তবে এবার অক্ষয়-ক্যাটের সেইসব ফ্যানেদের মুখে হাসি ফোটাতে ফের একবার এক ফ্রেমে ধরা দিলেন তাঁরা। তবে অবশ্য কোনও ফিল্মের শ্যুটিং নয়, এবার ক্যাটকে দেখা গেল অক্ষয় কুমারের কুডো টুর্নামেন্টের নবম বার্ষিকীর অনুষ্ঠানে।

ক্যাটরিনা ছাড়াও এই অনুষ্ঠানের অন্যতম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রণবীর সিং, টাইগার শ্রফ। এদিনের অনুষ্ঠানে বহুবার অক্ষয়ের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায় ক্যাটকে। এমনকি অক্ষয়ের সঙ্গে ছবি নিজের সোশ্যাল সাইটে পোস্টও করেছেন ক্যাট।

ক্যাপশানে লিখেছেন, ‘বহু বছর পর আবারও একসঙ্গে ... লাভ ইউ’

এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সোশ্যাল সাইটে ক্যাটরিনাকে ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়ও।

 

সূত্র : জি নিউজ

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি