বাঁচানো গেলো না সেই মায়া হরিণটি
প্রকাশিত : ১৬:৫৫, ১ সেপ্টেম্বর ২০১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের ১০৮ নং কক্ষ থেকে উদ্ধার করা মায়া হরিণটি মারা গেছে। গতকাল হরিণটি মারা গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার জানালায় ঝুলে থাকা অবস্থায় রসায়ন বিভাগের কর্মকর্তা সুমন চৌধুরী ও সালেহ আহমেদ গুরুতর জখম অবস্থায় হরিণটি উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, অসুস্থ অবস্থায় মায়া হরিণটি উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম চিড়িয়াখানায় রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল।
তিনি আরও জানান, হরিণটির বিভিন্ন জায়গায় অতিরিক্ত রক্তপাত হচ্ছিল ।সর্বোচ্চ চেষ্টা করেও হরিণটি বাঁচানো গেলো না।
হরিণটি পুঁতে ফেলার বিষয়ে জানান, চিড়িয়াখানা কতৃপক্ষের ব্যবস্থা অনুযায়ী তারা হরিণটি পুঁতে ফেলার ব্যবস্থা করবে।
এসএইচ/
আরও পড়ুন