ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বাঁশিতেই জীবিকা নির্বাহ অনেকের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২২ জুন ২০১৮

ভারতীয় উপমহাদেশের সুপ্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি বা বংশী। হিন্দু পৌরাণিক কাহিনীতেও বাঁশির বহুল ব্যবহার দেখা যায়। বাঁশির সুর মানুষের মনকে বিমোহিত করে। কুমিল্লার হোমনায় বাঁশি পল্লীতে নানান ধরনের বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে অনেকে।

ভারতীয় উপমহাদেশের প্রাচীন বাদ্যযন্ত্র বাঁশি। বাংলায় বাঁশিকে মুরালি, মোহন বাঁশি, বংশী অথবা বাঁশরিও বলা হয়।

বাঁশি তৈরিতে ব্যবহৃত হয় বিশেষ ধরনের মুলিবাঁশ। বর্তমানে হাতির দাঁত, ফাইবার গ্লাস আর নানা ধাতু দিয়েও বাঁশি তৈরি করা হয়।

কুমিল্লার হোমনায় শ্রীমদ্দির প্রায় ১০০টি পরিবার সারা বছর নানা ধরণের বাঁশি তৈরি করে জীবিকা নির্বাহ করে। বিভিন্ন উৎসব, পার্বন সামনে রেখে বেড়ে যায় তাদের ব্যস্ততা।

কারিগররা জানালেন, মুরালী ও বেলুন বাঁশির চাহিদা সবচেয়ে বেশি। তবে বাঁশ ও অন্যান্য কাঁচামালের দাম বৃদ্ধির কারণে খুব বেশি লাভ হয় না বলে জানালেন তারা।

বাঁশি শিল্পের সঙ্গে জড়িতদের পৃষ্ঠপোষকতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক।

বাঁশি বাঙালীর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে হাজার বছর ধরে। এই শিল্প টিকিয়ে রাখতে সবার সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি