ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

বাংলাকে নিজেদের ভাষা দাবি ভারতীয় মিডিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ৪ নভেম্বর ২০২৪

বাংলাকে নিজেদের ভাষা হিসেবে দাবি করেছে ভারতীয় মিডিয়া। মার্কিন নির্বাচনে নিউ ইয়র্কের ব্যালট পেপারে ইংরেজির সাথে চারটি ভাষা স্থান পেয়েছে। ভারতীয় হিন্দি ভাষা স্থান না পেলেও বাংলা, চীনা, স্প্যানিশ ও কোরিয়ান ভাষা স্থান পেয়েছে।

সোমবার (৪ নভেম্বর) ভারতীয় মিডিয়ায় বাংলাকে নিজেদের ভাষা হিসেবে দাবি করে নিউজ প্রকাশ করে।

ভারতীয় মিডিয়া দ্যা হিন্দু শিরোনাম করেছে, নিউ ইয়র্কের ব্যালট পেপারে একমাত্র ভারতীয় ভাষা বাংলা স্থান পেয়েছে। আর দ্যা দ্য ইকোনমিক টাইমস শিরোনাম করেছে, শুধুমাত্র ভারতীয় একটি ভাষা নিউ ইয়র্কের ব্যালটে স্থান পেয়েছে। কিন্তু সেটা হিন্দি নয়। 

উইকিপিডিয়ার তথ্যমতে, বাংলা হল বাংলাদেশের দাপ্তরিক, জাতীয় এবং সর্বাধিক কথ্য ভাষা, যেখানে ৯৮ শতাংশ বাংলাদেশি তাদের প্রথম ভাষা হিসাবে বাংলা ব্যবহার করে। কিন্তু বাংলা ভাষা ভারতে দ্বিতীয় বহুল প্রচলিত ভাষা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত ঝরিয়েছিল ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন-সংগ্রাম শেষে বাংলাকে শুধু রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিতই করেনি, বরং বাঙালির স্বাধীন সার্বভৌম দেশও অর্জন করেছে।

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি ঠাঁই দেওয়া হয়েছে চারটি বিদেশি ভাষাকে, যার মধ্যে অন্যতম বাংলা।

যুক্তরাষ্ট্রের মোট অভিবাসীর বড় একটি অংশ বাস করেন নিউইয়র্ক সিটিসহ স্টেটটির বিভিন্ন শহরে। সরকারি পরিসংখ্যান বলছে, পুরো নিউইয়র্কে দুই শতাধিক ভাষায় কথা বলেন লোকজন। কিন্তু এতসব ভাষার মধ্যে বেছে নেওয়া হয়েছে বাংলাকে।

যুক্তরাষ্ট্রের ভোটার অধিকার আইন, ১৯৬৫-এর আওতায় দুই বছর আগে একটি মামলা করা হয়েছিল নিউইয়র্কের আদালতে। বাদীদের দাবি ছিল, নিউইয়র্কে যেসব অঞ্চলে অভিবাসীদের সংখ্যা বেশি, সেসব অঞ্চলে ইংরেজির পাশাপাশি অন্তত একটি অভিবাসী ভাষায় ব্যালট পেপার প্রদান করা হোক। পরে নিউইয়র্কের রাজ্য প্রশাসন ও মামলাকারী— দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এই চার ভাষায় ব্যালট পেপার প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি