ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশকে নিয়ে মেসির মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের উন্মাদনা সারা বিশ্বের নজর কেড়েছে। এ জন্য বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনা ফুটবল দলের টুইটার হ্যান্ডলেও তখন বাংলাদেশকে নিয়ে দেওয়া হয়েছিল পোস্ট। ফিফার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতেও প্রচার পেয়েছে বাংলাদেশি ভক্তদের এই উন্মাদনা।

এবার মেসিও স্বীকার করেছেন বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা। 

তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের এই উন্মাদনা তিনি দেখেছেন কিনা? জবাবে দিয়ারিও ওলেকে বলেছেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। ফাইনালের আগে সব খানে ওই টি শার্ট। আর্জেন্টিনার মেসির এই দশ নম্বর টি-শার্ট পৃথিবীর সব প্রান্তে দেখতে পারাটা সত্যিই সুন্দর একটি দৃশ্য।’

সাক্ষাৎকারে মেসি বলছিলেন, ‘বিশ্বকাপের সময়ে আর্জেন্টিনার সাধারণ মানুষ অনেক উপভোগ্য সময় কাটিয়েছে। তারা তাদের দুঃখ–দুর্দশা ভুলে এ সময়ে শুধু ফুটবল নিয়ে ভাবতে পেরেছে। আর্জেন্টিনার সাধারণ মানুষদের নিয়ে এ কথা বলার পরই সাক্ষাৎকারে বাংলাদেশের প্রসঙ্গটি উঠে আসে।’
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি