ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশকে হুমকি দিয়ে রাখলেন রশিদ খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২২ সেপ্টেম্বর ২০১৮

এশিয়া কাপের প্রথম রাউন্ডে বাংলাদেশকে হারিয়ে নিজের ২০তম জন্মদিনকে সব ফুল আর রঙ দিয়ে রাঙিয়ে দিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। ব্যাট হাতে অপরাজিত ৫৭ রান করার পর বল হাতে ৯ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ১.৪৪ ইকনোমি রেটে রান দিয়ে একাই বাংলাদেশের রানকে আটকে দিয়েছিলেন তিনি।

পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। শেষ মুহূর্তে শোয়েব মালিক যদি না দাঁড়াতেন, তাহলে পাকিস্তানকেও হারিয়ে দিতেন রশিদ খানরা। এশিয়া কাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আবারও বাংলাদেশের মুখোমুখি হচ্ছে রশিদ খানের দল আফগানিস্তান। আর এ ম্যাচকে সামনে রেখে রশিদ খান বলেন, আফগান ক্রিকেটাররা এখন বিশ্বাস করেন, এশিয়া কাপটা ঘরে নিয়ে যেতে পারবেন। তাই ম্যাচ জিতে নয়, ট্রফি জিতেই উৎসব করতে চান তারা।

বাংলাদেশের বিপক্ষে নামার আগে রশিদ খান বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট অস্ত্র আছে, যা দিয়ে বাংলাদেশকে ফের বিধ্বস্ত করতে পারবো।’

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি