ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে ৩৬৫ রানের টার্গেট দিল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ১০ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:২০, ১০ অক্টোবর ২০২৩

ডেভিড মালানের সেঞ্চুরি ও জো রুটের হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড। বাংলাদেশ ৩৬৫ রানের টার্গেট দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন ইংলিশ ব্যাটাররা। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বেশ দাপুটে বোলিং করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে এসেই খেই হারিয়েছে টাইগার বোলাররা। তবে শেষ দিকে পেসার শরিফুল ও শেখ মেহেদি নিয়ন্ত্রিত বোলিং করলেও রানের চাকা থামাতে পারেনি।
 
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে রান তোলার গতি বাড়ান এই দুই ব্যাটার। দুজনেই তুলে নেন অর্ধশতক। ম্যাচের ১৮তম ওভারে এসে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৫৯ বলে ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন সাকিব।

এরপর ক্রিজে আসেন জো রুট। রুটকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মালান। আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৯১ বলে শতক পূর্ণ করেন মালান। শতকের পর আরও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন মালান। 

তবে দলীয় ২৬৬ রানে ১০৭ বলে ১৪০ রান করে শেখ মেহেদির বলে বোল্ড হন মালান। এরপর ক্রিজে আসা জস বাটলারকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং চালিয়ে যান জো রুট।

দলীয় ২৯৬ রানে ১০ বলে ২০ রান করে ফিরে যান বাটলার। তাকে আউট করেন পেসার শরিফুল ইসলাম। এরপর ইংলিশ শিবিরে আরও জোড়া আঘাত হানেন শরিফুল। ৬৮ বলে ৮২ রান করে আউট হন রুট। আর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান লিয়াম লিভিংস্টোন। 

দলীয় ৩২৭ রানে ১৫ বলে ২০ রান করা হ্যারি ব্রুককে আউট করেন মেহেদি। এরপর আদিল রশিদকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ক্রিস ওকস। দলীয় ৩৫২ রানে ৭ বলে ১১ রান করে আউট হন রশিদ। এরপর ইনিংসের শেষ ওভারে ১১ বলে ১৪ রান করে আউট হন ওকস। 

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ পেয়েছে ইংল্যান্ড।

বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান ৮ ওভার বল করে ৭১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। এছাড়া শরিফুল নেন ৩ উইকেট। সাকিব ও মিরাজ পান ১টি করে উইকেট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি