ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশি হঠাতে হাসিনাকে দিয়ে শুরু করার আহ্বান শিবসেনা নেতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ২০ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

মুম্বাইয়ের বিজেপির নেতাদের উদ্দেশ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, মোদীসাহেবের সঙ্গে দেখা করুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন। আর বলুন, সব বাংলাদেশিদের হঠিয়ে দিন, আর শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে। যাঁকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে।

সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় আটক করা হয়েছে এক বাংলাদেশিকে। এ প্রসঙ্গে এসব কথা বলেন ওই শিবসেনা নেতা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

সঞ্জয় রাউত বলেন, 'বিজেপি নাটক করছে। মুম্বাই মহানগর পালিকার নির্বাচন আছে.. তাই লোকজনকে ভয় দেখানো হচ্ছে। মানুষের মনে ভয় তৈরি করছে। বাংলাদেশিদের সঙ্গে মোকাবিলা করতে আমরাই যথেষ্ট। আমরা শুরু করেছিলাম, তখন বিজেপি আমাদের আটকে দিয়েছিল, কারণ বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক খারাপ হবে বলে। 

তিনি বলেন, এক অভিনেতার ওপর হামলা হয়েছে। ছুরি দিয়ে হামলা হয়েছে। তার নেপথ্যের রহস্য কী, তা জানাতে বলুন। সে (অভিযুক্ত) কে, কী? যদি সে বাংলাদেশি হয় তাহলে তার দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। যদি বাংলাদেশি এখানে এসে থাকে, রোহিঙ্গারা এসে থাকে, তাহলে তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দায়িত্ব।

ক্ষমতাসীন দল বিজেপিকে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, ‘করিনা কাপুর আর সাইফ আলি খানকে নিয়ে লাভ জেহাদ বলা হয়েছিল, আর এখন হামলা হওয়ার পর খুব ভালোবাসা দেখানো হচ্ছে। ওদের ছেলে আছে, নিরীহ ছোট্ট ছেলেটার নাম তৈমুর, তা নিয়েও আপনাদের লোক (বিজেপি) অনেক কিছু বলেছে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি