ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বাংলাদেশী মেয়েটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৮ এপ্রিল ২০১৮

মেয়েটির নাম সাদিয়া আন্দালিব নাবিলা। দেবেশ প্রতাপ সিং পরিচালিত ‘পেরেশান পারিন্দা’ নামের এই হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি দিয়েই বলিউডে তার অভিষেক হয়েছে। সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২৮ মার্চ। এছাড়া বলিউড তারকা জন আব্রাহামের সঙ্গে একই মঞ্চে নেচেছেন এই তরুণী। পরিচয় আছে বলিউডের আরেক অভিনেতা রাজীব খান্দেলওয়ালের সঙ্গেও। বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকারের সামনে একটি পুরস্কার জিতেছেন। বাংলাদেশের এই মেয়েটির বলিউড যাত্রাকে অনেকেই স্বাগত জানিয়েছে।

বলিউডের সিনেমাতে অভিনয় প্রসঙ্গে সাদিয়া আন্দালিব নাবিলা বলেন, ‘২০১৭ সালে ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড’ নামের একটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিই। আমার মাধ্যমে ভারতীয় সুন্দরী প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো কোনও বাঙালিকে উপমহাদেশীয় দেশের প্রতিযোগী হিসেবে নির্বাচন করা হয়। সেখানে প্রথম রানারআপ হই আমি। তখন মঞ্চে উর্মিলা মাতন্ডকারও ছিলেন। সেই সূত্রেই বলিউডের সিনেমাটির নির্মাতারা আমার সঙ্গে যোগাযোগ করেন।’

তিনি আরও বলেন, ‘এখনও পুরোপুরি স্বপ্নের মতো মনে হয়। ছোটবেলায় যা স্বপ্ন দেখতাম, এখন তা বাস্তবায়নের চেষ্টা করছি। স্বপ্ন আর বাস্তবতার মধ্যবর্তী একটা অধ্যায়ে আছি আপাতত।’

‘পেরেশান পারিন্দা’ মূলত ত্রিভুজ প্রেমের সিনেমা। গ্যাংস্টাররাও জড়িত কাহিনিতে। আর সিনেমাটিতে নাবিলার বিপরীতে অভিনয় করেছেন অস্ট্রেলিয়ার মিরাজ শাহ। নাবিলা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ২০১২ সাল থেকে আছেন। সেখানে ২০১২ সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর অস্ট্রেলিয়ার ক্যানবেরায় চলে আসেন তিনি। যেখানে ইউনিভার্সিটি অব ক্যানবেরায় তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক করছেন সুন্দরী।

২০১২ সালে ক্যানবেরার ভিক্টোরিয়াস মডেল এজেন্সিতে যোগ দেন নাবিলা। এরপর ২০১৪ সালের শেষের দিকে ক্যানবেরা স্কুল অব বলিউড ড্যান্সিংয়ে (সিএসবিডি) নাচের প্রশিক্ষক হিসেবে যোগ দেন। এখনও সেখানে মেন্টর হিসেবে কাজ করছেন। ২০১৫ সালে যোগ দেন হাউস মডেলসে। এ বছর ‘সুপারস্টারস অস্ট্রেলিয়া’র ফাইনালিস্ট ছিলেন তিনি। এর আগের বছর ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড ২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন। দুটি খুব ভালো প্ল্যাটফর্মে বাঙালি হিসেবে নিজেকে আর নিজের দেশকে উপস্থাপন করতে পেরে বেশ গর্বিত তিনি।

এদিকে বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গে নেচে বেশ আলোচিত হয়েছেন নাবিলা।

বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ডওয়াইড প্রতিযোগিতার ফাইনালিস্টরা জন আব্রাহামের সঙ্গে ডিনার পার্টিতে অংশ নেন। আমিও একজন প্রতিযোগী হিসেবে ছিলাম। সেখানেই তার সঙ্গে পরিচয়। পরে আরেকটি অনুষ্ঠানে জন আব্রাহামের সঙ্গে আবারও দেখা হয় আমার। তখন আমরা একটি গানে একসঙ্গে নেচেছিলাম।’

অপরদিকে বলিউডে আবারও নতুন সিনেমা নিয়ে ভাবছেন তিনি। পরের সিনেমা প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আরেকটা সিনেমাতে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু এখনও তাদেরকে হ্যাঁ-না কিছু জানাইনি। কারণ পুরো শুটিং ভারতে হওয়ার কথা। তাই একটু সময় নিচ্ছি। ভেবে দেখি আরেকটু। এখন আবারও মডেলিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর ড্যান্স স্কুলের নাচ শেখাচ্ছি।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি