ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশেও কোয়ারেন্টাইন’র সিল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ২০ মার্চ ২০২০ | আপডেট: ২১:২৫, ২০ মার্চ ২০২০

অমোছনীয় কালি দিয়ে সিল মারছে বিমানবন্দর কর্তৃপক্ষ- সংগৃহীত

অমোছনীয় কালি দিয়ে সিল মারছে বিমানবন্দর কর্তৃপক্ষ- সংগৃহীত

করোনা ভাইরাস প্রতিরোধে দেশে আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তবে অনেক প্রবাসীই কোয়ারেন্টাইনের শর্ত মানছেন না। এতে হাতে অমোছনীয় কালি দিয়ে সিল মেরে হোম কোয়ারেন্টাইনড প্রবাসীদের চিহ্নিত করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার বিমানবন্দরে অবতরণ করা প্রবাসীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে এমন সিল মেরে দেওয়া হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

তিনি জানান, এখন থেকে ফ্লাইটগুলোতে যত বিদেশ ফেরত যাত্রী আসছেন তাদের তাপমাত্রা পরীক্ষা করে যাদের করোনা আক্রান্ত সন্দেহ করা হচ্ছে তাদেরকে সেনাবহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন করা হচ্ছে। আর যাদের তাপমাত্রা সন্দেহজনক মনে হচ্ছে না তাদের হাতে সিল মেরে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অবস্থায় থাকতে বলা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ভারতের মহারাষ্ট্রেও হোম কোয়ারেন্টাইনড ব্যক্তিদের হাতে সিল মেরে চিহ্নিত করার পদক্ষেপ নিতে দেখা যায়।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি